Breaking News
Home / Entertainment / নদীর উপর ব্রীজ অনেক দেখেছেন কিন্তু ব্রীজের উপর নদী কখনও দেখেছেন? না হলে দেখুন ভিডিওতে

নদীর উপর ব্রীজ অনেক দেখেছেন কিন্তু ব্রীজের উপর নদী কখনও দেখেছেন? না হলে দেখুন ভিডিওতে

নদীর উপর ব্রীজ অনেক দেখেছেন কিন্তু ব্রীজের উপর নদী কখনও দেখেছেন? না হলে দেখুন ভিডিওতেছবিতে যেই ব্রিজটি দেখছেন তা হচ্ছে জার্মানির মেগদেবারগ ওয়াটার ব্রিজ।। একটি নদী আরেকটি নদীকে ক্রস করাতে এই পানির ব্রিজটি তৈরি করা হয়।।

জার্মানীর এলবি নদীর উপর অবস্থিত এই ব্রিজটি জার্মানীর ২টি গুরুত্বপূর্ণ শিপিং ক্যানেল এলবি-হ্যাভেল ক্যানেল এবং মিডল্যান্ড ক্যানেলকে সংযুক্ত করেছে।।

৯১৮ মিটার লম্বা এই ব্রিজটি তৈরিতে খরচ হয়েছে মোট ৫০০ মিলিয়ন ইউরো।। ১৯৯৭ সালে এর নির্মান কাজ শুরু হয় আর শেষ হয় ২০০৩ সালে, অর্থাৎ মোট সময় লাগে ৬ বছর।

ভিডিওটি পোষ্টের একদম নিচে দেয়া  আছে। ভিডিওটি দেখতে স্ক্রল করে নিচে  চলে যান।

অন্যরা যা পড়ছে

শুক্রবার দিনে প্রথম মানুষ হযরত আদম(আ) কে সৃষ্টি করা হয়েছে। এই দিনে হযরত আদম(আ) বেহেশতে স্থান দেয়া হয়েছে।এই দিনেই হযরত আদম(আ) পৃথিবীতে অবতরণ করেন।

সপ্তাহের সাতটি দিনের মাঝে শুক্রবারই সে দিন যেদিন হযরত আদম(আ) মৃত্যুবরণ করেছিলেন।শুক্রবার দু’আ কবুলেরও দিন, তবে দুয়ায় নিষিদ্ধ/হারাম কিছু চাওয়া যাবে না। এই দিনেই হবে কিয়ামত।

এটি এমন একটি দিন যেদিন আল্লাহ তায়ালা, পরম করুনাময় আমাদের সগীরা(ছোট) গুনাহসমূহ ক্ষমা করে দিয়ে থাকেন, শুধুমাত্র ঐ দিনেরই নয় বরং পুরো সপ্তাহের এবং সাথে অতিরিক্ত আরো তিন দিনের।

সহীহ মুসলিমের হাদীসটি বর্ণিত হলঃ আবু হুরায়রা (রা) হতে বর্ণিত, রাসুলুল্লাহ(সঃ) বলেন,”যদি কেউ যথাযথভাবে ওযু (পবিত্রতা অর্জন) করল, এরপর জুমার নামাযে আসলো, মনোযোগের সাথে খুতবা শুনলো এবং নীরবতা পালন করে, তার ঐ শুক্রবার এবং পরবর্তী শুক্রবারের মধ্যবর্তী সকল ছোটোখাট গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হবে, সাথে অতিরিক্ত আরো তিনটি দিনেরও।” (মুসলিম)

আল্লাহ আমাদের জানার এবং বুঝার তৌফিক দান করুন।। আমীন।।

ভিডিওটি দেখুনঃ

About ALL BD Khobor

Check Also

”ওমর সানি মারা গেছে” – এই মিথ্যা খবরে রেগে গিয়ে মৌসুমি যা বললেন – ভিডিওতে দেখুন

”ওমর সানি মারা গেছে” – এই মিথ্যা খবর শুনে মৌসুমি রেগে গিয়ে যা বললেন – …