Breaking News
Home / Strange Stories / কেয়ামতের আলামত, মাগুরায় এবার জন্ম নিল দেখতে ৮০ বছরের বৃদ্ধ একটি শিশু (দেখুন ভিডিওতে)

কেয়ামতের আলামত, মাগুরায় এবার জন্ম নিল দেখতে ৮০ বছরের বৃদ্ধ একটি শিশু (দেখুন ভিডিওতে)

সুরা মুযাম্মিল এ বলা হয়েছে, যে কেয়ামত যখন নিকটে আসবে তখন এক বুড়া বাচ্চার জন্ম হবে। “অতএব, তোমরা কিরূপে আত্নরক্ষা করবে যদি তোমরা সেদিনকে অস্বীকার কর, যেদিন বালককে করে দেবো বৃদ্ধ? [সুরা মুযযাম্মিল: ১৭]

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের খালিয়া গ্রামে অস্বাভাবিক শারীরিক অবস্থা নিয়ে বেড়ে উঠছে একটি শিশু। বৃদ্ধ মানুষের চেহারা নিয়ে মাতৃগর্ভ থেকেই শিশুটির জন্ম হয়। দিনে দিনে এখন আরো প্রকটভাবে ধরা দিচ্ছে বার্ধক্যের ছাপ। অনেকেই এটাকে কেয়ামতের আলামত ভাবছেন।

ভিডিওটি পোষ্টের নিচে দেয়া আছে। ভিডিওটি দেখতে স্ক্রল করে পোষ্টের নিচে চলে যান।

গত চার বছর ধরে অসহায় বাবা মা দেশের বিভিন্ন স্থানে চিকিৎসকদের শরণাপন্ন হলেও কোনো সুফল মেলেনি। তবে এই ধরনের শিশুর জন্ম এই প্রথম বলে জানিয়েছেন চিকিৎসকরা।

খালিয়া গ্রামের কৃষক হাশেম শিকদারের ছেলে লাভলু শিকদারের পাঁচ বছর আগে বিয়ে হয় আপন খালাতো বোন তৃপ্তির সঙ্গে। বিয়ের এক বছরের মাথায় তাদের এই ছেলে সন্তানটির জন্ম হয় অন্য শিশুদের চেয়ে ভিন্ন চেহারা নিয়ে।

সুরা মুযাম্মিল এ বলা হয়েছে, যে কেয়ামত যখন নিকটে আসবে তখন এক বুড়া বাচ্চার জন্ম হবে। “অতএব, তোমরা কিরূপে আত্নরক্ষা করবে যদি তোমরা সেদিনকে অস্বীকার কর, যেদিন বালককে করে দেবো বৃদ্ধ? [সুরা মুযযাম্মিল: ১৭]

শিশুটির মা তৃপ্তি জানান, জন্মের পর থেকেই আমার সন্তানকে দেখে সবাই ভয় পায়। কিন্তু আমার তো কিছু করার নেই। এই সন্তানকে আঁকড়ে আছি।

তিনি আরো জানান, জন্মের পর সাড়ে তিনবছর পর্যন্ত সে (বায়োজিদ) দাঁড়াতে বা হাঁটতে পারত না। গত ছয়মাস সে দাঁড়াতে পারছে। হাঁটতেও পারছে। কিন্তু অত্যন্ত দুর্বল শরীর নিয়ে চলতে হয় তাকে।

About ALL BD Khobor

Check Also

দেখুন নয় দশ বছরের ছেলে মেয়েরাও এখন লাইভে এসে এসব কি করছে – লজ্জাজনক ভিডিও

দেখুন নয় দশ বছরের ছেলে মেয়েরাও লাইভে এসে এসব কি করছেঃ বর্তমান সোস্যাল মিডিয়ার যুগে …