Breaking News
Home / Trending / সমুদ্রের উপর বিশ্বের সবচেয়ে বড় সেতু তৈরি করে তাক লাগিয়ে দিলো চীন – ছবির উপর ক্লিক করুন

সমুদ্রের উপর বিশ্বের সবচেয়ে বড় সেতু তৈরি করে তাক লাগিয়ে দিলো চীন – ছবির উপর ক্লিক করুন

বর্তমান সময়ে প্রযুক্তির ক্ষেত্রে অনেকের চেয়ে এগিয়ে আছে চীন। একের পর এক আশ্চর্য বিষয় তারা করে দেখিয়ে যাচ্ছে। বিশাল বিশাল ব্রীজ আর ভবন তাদের  কাছে কোন ব্যাপারই না। তবে এবার এমন এক কাজ করল যা  দেখে সারা বিশ্ব হতবাক।

সাগরের উপর বিশ্বের সবচেয়ে বড় সেতু নির্মান করে তাক লাগিয়ে দিলো চীন। যা কেউ কোন দিন কল্পনাও করতে পারেনি যে সাগরের উপর এত বিশাল ব্রীজ তৈরি করা সম্ভব। কিন্তু চীনের কাছে এটা যেন কোন ব্যাপারই না।

এটিই বিশ্বের সব থেকে বড় সেতু। দক্ষিণ চীন সাগরের ওপর তৈরি করা হয়েছে এই সেতুটি।যার দৈর্ঘ প্রায় ৩৪ মাইল।সাত বছর ধরে এই সেতু নির্মাণের কাজ চলছিল। অবশেষে এই সেতুটির নির্মাণ কাজ প্রায় শেষ হয়ে এসেছে।  

ভিডিওটি পোষ্টের নিচে দেয়া আছে। ভিডিওটি দেখেতে স্ক্রল করে পোষ্টের নিচে চলে যান।

পিপলস ডেইলি অনলাইন সংবাদমাধ্যমের সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের শেষের মধ্যেই শেষ হয়ে যাবে এই সেতু নির্মাণের কাজ।

এই সেতুটি চীনের তিনটি গুরুত্বপূর্ণ শহর হংকং, ম্যাকাও এবং জুহাইকে সংযোগ করেছে। এই সেতুটি নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় ১২ বিলিয়ন ইউরো।  

তবে, এই সেতুটির প্রধান অংশটি তৈরির কাজ গত জুলাই মাসেই শেষ হয়ে গিয়েছিল। সেতু নির্মাণের পাশাপাশি চলছে সমুদ্রের নিচ দিয়ে সুড়ঙ্গ তৈরির কাজও। যেটিও আগামী নভেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে বলে জানা গিয়েছে। এই বিশেষ টানেলটি সমুদ্রপৃষ্ঠ থেকে ২৫ মাইল নিচে অবস্থিত।

এ ব্যাপারে সেতু নির্মাণ সংস্থাটি জানিয়েছে, এই বিশেষ সেতুটি তৈরি করতে প্রায় ৪ লাখ ২০ হাজার টন স্টিল লেগেছে। যেটি ৬০টি আইফেল টাওয়ার তৈরির সমান। এই সেতুটি তৈরি হওয়ার জন্য যাতায়াতে অনেক সুবিধা হবে। কারণ

হংকং থেকে জুহাই যেতে এর আগে সময় লাগতো প্রায় তিন ঘণ্টা। কিন্তু এই সেতু দিয়ে যাতায়াত করলে সময় লাগবে মাত্র আধ ঘন্টা।

ভিডিওটি দেখুনঃ

About ALL BD Khobor

Check Also

দেখুন পার্কে সন্তান প্রসব করে দেশজুড়ে আলোচনায় এক স্কুলছাত্রী (ভিডিওসহ)

দেখুন পার্কে সন্তান প্রসব করে দেশজুড়ে আলোচনায় এক স্কুলছাত্রী (ভিডিওসহ)ঃ বর্তমান সময়ে আধুনকিতার নামে ছেলে …