Breaking News
Home / Strange Stories / এটা কি দেখলাম রে…ভাই। ভয় পাইয়েন না কিন্তু। না দেখে মিসও কইরেন না

এটা কি দেখলাম রে…ভাই। ভয় পাইয়েন না কিন্তু। না দেখে মিসও কইরেন না

এটা কি দেখলাম রে…ভাই। ভয় পাইয়েন না কিন্তু। না দেখে মিসও কইরেন নাঃ আজ সারাদেশে শোকের ছায়া। নেপালে বাংলাদেশী বিমান বিদ্ধস্থের ঘটনায় হতাহত হয়েছে অনেক মানুষ। বাংলাদেশের বিমানের ইতিহাসে এটি সবচেয়ে বড় বিপর্যয়।

এর আগে বিমান দুর্ঘটনায় এত মানুষ মারা যায় নি। যাইহোক আল্লাহ সবাইকে বেহেশত নসিব করুক সেই দোয়াই করি। এদিকে কুয়াকাটায় ঘটে গেলো আরেক আজব ঘটনা। ভিডিওটি দেখলে ভয় পাইতে পারেন। দেখুন ভিডিওটি।

ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন।

ভিডিওটি পোষ্টের নিচে দেয়া আছে। ভিডিওটি দেখতে স্ক্রল করে পোষ্টের নিচে চলে যান।

আরো পড়ুনঃ

ক্ষুব্ধ টিম টাইগার অনুশীলনই করেনি!

শ্রীলঙ্কা সফরে গিয়ে অনাকাঙ্খিত ঘটনার শিকার হলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নির্ধারিত অনুশীলন সেশনে সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) গ্রাউন্ডে এসেছিল মাহমুদ উল্লাহ বাহিনী। কিন্তু এসে তো চক্ষু চড়কগাছ! প্র্যাকটিসের জন্য প্রস্তুত করা হয়নি উইকেট।

সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও চলছিল। মহা বিপত্তিতে পড়ে ক্ষুব্ধ টিম টাইগার অনুশীলন না করেই ফিরে গেল হোটেলে! কলম্বোতে সোমবার সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে থেমে থেমে।

তবে সিংহলিজ স্পোর্টস গ্রাউন্ডে দুপুর ৩টায় অনুশীলন করবে বাংলাদেশ- এটা আগে থেকেই ঠিক করা ছিল। সেই অনুযায়ী উইকেট প্রস্তুত করার অনুরোধও করেছিল বাংলাদেশ।

কিন্তু মাঠে গিয়ে দেখা গেল, নেটে ব্যাটিং কিংবা বোলিংয়ের জন্য উইকেট প্রস্তুত নয়। টিম বাসে ওঠার আগে উইকেট নিয়ে নিজেদের অসন্তুষ্টির কথা সরাসরিই বলে গেলেন ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

About ALL BD Khobor

Check Also

দেখুন নয় দশ বছরের ছেলে মেয়েরাও এখন লাইভে এসে এসব কি করছে – লজ্জাজনক ভিডিও

দেখুন নয় দশ বছরের ছেলে মেয়েরাও লাইভে এসে এসব কি করছেঃ বর্তমান সোস্যাল মিডিয়ার যুগে …