Breaking News
Home / Strange Stories / অনেকেই জানেন না পৃথিবীর শেষপ্রান্তে কি আছে.?? – দেখুন ভিডিওতে

অনেকেই জানেন না পৃথিবীর শেষপ্রান্তে কি আছে.?? – দেখুন ভিডিওতে

অনেকের মনেই প্রশ্ন জাগে পৃথিবীর শেষ সীমানা কোথায়? অথবা  আদৌ কি পৃথিবীর শেষ সীমানা বলতে কি কিছু আছে? এই প্রশ্নের উত্তর হা বা  না দুটোই হতে পারে। অনেকে বলতে পারেন পৃথিবী গোলাকার। গোলাকার বস্তুর আবার শেষ প্রান্ত হয় কীভাবে।

কারন আপনি যেদিক থেকেই সামনে এগান না কেন আপনি আবার পূর্বের অবস্থানে চলে আসবেন। হ্যা আপনার কথা একদম ঠিক। তবে আমরা এটাও জানি পৃথিবী সম্পূর্ন গোল নয় উত্তর ও দক্ষিন দিকে একটু চাপা। আরও ভালোভাবে বললে পৃথিবীর আকার কমলালেবুর মত।

তার মানে উত্তর ও দক্ষিন প্রান্তে পৃথিবীর প্রান্তিক বিন্দু আছে। এখানে এই আসল রহস্য লুকিয়ে আছে। বাস্তবিপক্ষে পৃথিবীর শেষপ্রান্ত বলে কিছু নেই। কিন্তু নরওয়েতে একটি স্থান আছে যার পরে উত্তর গোলার্ধে আর কোন মাটির অস্থিত্ব নেই।

ভিডিওটি পোষ্টের নিচে দেয়া  আছে। ভিডিওটি দেখতে স্ক্রল করে পোষ্টের নিচে চলে যান।

তা অনেকে রুপক হিসেবে একে পৃথিবীর শেষপ্রান্ত বলে থাকে। কারন এর পরে আপনি যত উত্তর দিকে যান না  কেন মাটির কোন অস্থিত্ব পাবেন না। সে হিসেবে এই স্থানকে পৃথিবীর  শেষ প্রান্ত বলাই যায়। দেখুন সেই জায়গার ভিডিও।

আরো পড়ুনঃ

পৃথিবীর যে স্থানকে নরকের দরজা বলা হয়

নরকের দরজা অথবা জাহান্নামের দরজা যাই বলি না কেন নাম শুনলেই গা শিউরে ওঠে। নরকের দরজা নামক স্থানটি তুর্কমেনিস্তান এ অবস্থিত। তুর্কমেনিস্তানের কারা-কুর মরুভূমির দারভাযা গ্রামের পাশে অবস্থিত এই স্থানের ইতিহাস থেকে জানা যায়, ১৯৭১ সালের তৎকালীন সোভিয়েত ইউনিয়নের একটি কোম্পানি গ্যাস ক্ষেত্র অনুসন্ধানের জন্য খনন কাজ চালায়।

তখনই ঘটে এক বিশাল বিস্ফোরণ। বন্ধ হয়ে যায় গ্যাসক্ষেত্রটি। মারা যায় অনেক লোক। আর সৃষ্টি হয় বিশাল আগুনে ভরা বড় বড় গর্ত। আর এই বিশাল গর্ত থেকে ক্রমাগত নির্গত হচ্ছে মিথেন গ্যাস আর তার থেকে আগুন। এই আগুনের তাপ এত বেশি যে তার পাশে ২ মিনিটের বেশি দাঁড়ানো সম্ভব নয় কিছুতেই। আর এরপর থেকেই স্থানটির নাম ‘নরকের দরজা’।

ভিডিওটি দেখুনঃ

About ALL BD Khobor

Check Also

দেখুন নয় দশ বছরের ছেলে মেয়েরাও এখন লাইভে এসে এসব কি করছে – লজ্জাজনক ভিডিও

দেখুন নয় দশ বছরের ছেলে মেয়েরাও লাইভে এসে এসব কি করছেঃ বর্তমান সোস্যাল মিডিয়ার যুগে …